ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সতর্কতা ছাড়া বাঁধ খোলা ভারতের অমানবিক আচরণ: নাহিদ ইসলাম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে ভারত। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে। আমরা আশা করব, দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।

এ সময় বাংলাদেশ-ভারতের সম্পর্কে যাতে কোনো টানাপোড়েন না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করার আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। বন্যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে যেভাবে সাড়া দিয়েছেন, সেভাবে দেশের মানুষ এগিয়ে আসবেন আশা করি। ব্যবসায়ীরা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন।

এদিকে ভয়াবহ বন্যার কবলে পড়া ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহত ও পানিবন্দি হওয়ার খবর আসছে। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে।যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এমন খবর প্রচারে আমরা উদ্বিগ্ন। এটি সঠিক নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ