ইউকে শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হেডলাইন

ভেঙে দেওয়া হলো দেশের সব ক্রীড়া সংস্থা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সব অঙ্গনেই লেগেছে পরিবর্তনের হাওয়া। ক্রীড়াঙ্গনে এই বাতাস বইছে বেশ জোড়েশোরেই। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে এসেছে পরিবর্তন। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর এই দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ।

পরিবর্তনের এই ধারাবাহিকতায় এবার ভেঙে দেওয়া হলো দেশের সব সরকারি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি। আজ বুধবার বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ূন কবীরের স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সব সরকারি ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠু, সক্রিয় ও নির্বিঘ্ন রাখতে বিদ্যমান আইন অনুসারে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামী ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। সেগুলোর অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ