ইউকে শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হেডলাইন

অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টার শপথ আজ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ নেবেন। আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে শপথের ফোল্ডার, গাড়ি, পতাকা এবং বাসভবন প্রস্তুত করা হয়েছে। ৮ আগস্ট প্রথমে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সময়ে আরও ১৩ উপদেষ্টাও শপথ নেন। তবে ঢাকার বাইরে থাকায় অবস্থান করায় তিনজন উপদেষ্টার শপথ নিতে পারেননি। তারা হলেন : চট্টগ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধকালীন অপারেশন জ্যাকপটে (চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর জাহাজের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান) সাব-কমান্ডার হিসাবে নেতৃত্বদানকারী নৌ কমান্ডো ফারুক-ই-আজম (বীরপ্রতীক), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

এদিকে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ