ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে রাতভর ডাকাতি করছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাতভর সুরমা চা বাগানের আমতলী এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে আসা বিভিন্ন যানবাহন আটক করে সর্বস্ব লুটে নেয় ডাকাতরা।
প্রত্যক্ষদর্শী সুরমা চা বাগানের মঈন হোসেন জানান, আমাদের চা বাগানের দুই জন ডাকাতদের কবল থেকে পালিয়ে এসে আমাদের জানালে, আমরা গিয়ে ডাকাতদের দাওয়া দেই। ডাকাতদল আমতলী এলাকার কয়েকটি পয়েন্টে স্থান পরিবর্তন করে ডাকাতি করছে। বিদেশে ফেরত দুই জন যাত্রী তাদের হামলায় আহত হয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতের কারণে রাস্তায় গাড়ি কম ছিল, কোন ট্রাক ছিলনা রাস্তায়। যেসব মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এসেছে এই রাস্তা দিয়ে এসেছে তাদের আটক করে ডাকাতি করছে।