
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কোটা সংস্কার আন্দোলনের আহ্বানে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচী পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় শিক্ষার্থীরা শহরের টাউন হলের সামনে স্টুডেন্টস অব হবিগঞ্জ ব্যানারে অবস্থান নেন। এসময় গণহত্যার পর গণগ্রেপ্তার করা হচ্ছে বলে শিক্ষার্থীরা বক্তব্য দেন। এছাড়াও তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শনী করেছেন।
বেলা ১২টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করা হয়। এরপর পুরো শহর মিছিল করে শিক্ষার্থীরা। তবে পুলিশ ও বিজিবি জড়ো হওয়া শিক্ষার্থীদের থেকে বেশ খানিকটা দূরে অবস্থানে ছিলেন। ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।