ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নবীনগর পৌর শহরের ২নং ওয়ার্ডের বিজয় পাড়া এলাকায় একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো-বিজয় পাড়া এলাকার বাসিন্দা সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২) এবং তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)।
নিহত জান্নাতুলের মা মনো বেগম জানান, শনিবার রাতে রাতে খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ দম্পতি।
রবিবার সকালে সোহাগ ও জান্নাতুল ঘুম থেকে না ওঠায়, তারা অনেক ডাকাডাকি করেন। এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে উজ্জ্বল মিয়ার নামে এক পথচারীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে চারজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
ঘটনার তদন্ত চলছে, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।