ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নি হ ত ১ জন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দক্ষিণ সুরমায় বাস-সিএনজি (অটোরিকশা)’র সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীণ লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় আসামাত্র সিলেটগামী সিএনজি (অটোরিকশা)’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি (অটোরিকশা)’র এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ