ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

গোয়াইনঘাটে স্কুলছাত্রী ৭দিন ধরে নিখোঁজ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের গোয়াইনঘাটে ৭দিন থেকে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। রিমা বেগম (১৪) সে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আব্দুস ছালাম (ছলাই) এর মেয়ে এবং আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর নিয়মিত ছাত্রী।

এঘটনায় রিমার মা নাজিরুন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নং-৯৯০, তারিখ: ২৮/০৬/২০২৪ ইং।

থানায় দায়ের করা ডায়েরি ও পরিবার সুত্রে জানা গেছে, রিমা গত ২৪ জুন রোববার সকাল ১০টায় স্থানীয় আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়িতে থেকে বের হয়। বিকেলে সে আর বাড়িতে ফিরেনি। এরপর থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করে আজ পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, পরণে ছিল নীল রংয়ের কামিজ ও সাদা ওড়না এবং সাদা সেলোয়ার। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যাক্তি খোঁজ পেলে সহযোগিতা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।১৭৩৪৯৬৯১০২, ০১৭৬০০৮১৭৬১।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ