ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে নবাগত ওসি জাবেদ বরণ: রকিবুল বিদায়ী সংবর্ধনা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় থানা হলরুমে অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম খানের বদলি জনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদের আগমন উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আপন মিয়া,উপজেলা যুবলীগের সহ সভাপতি শংকর পাল চৌধুরী সুমন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বাবু, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক মো: আইয়ুব খান, মডেল ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়, থানার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসআই মিজানুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ