ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

বানিয়াচংয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই শ্লোগান কে প্রতিপাদ্য করে বানিয়াচংয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর সাদিকুর রহমান, মখলিছ মিয়া, আবদাল মিয়া প্রমুখ।

সভায় জানানো হয় আগামী ২০৪০ সালে বাংলাদেশ কে সম্পূর্ণভাবে তামাকমুক্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যে তামাকের অবাধ ব্যাবহার বন্ধ করার জন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সভায় তামাক কোম্পানির লোকজন প্রচারণা করার ক্ষেত্রে আইন অমান্য করে বলে অভিযোগ করা হয়। তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার করলে, ক্যান্সার সহ যাবতীয় জটিল ও কঠিন রোগ থেকে নিরাপদ থাকা যাবে বলে ও বক্তারা মন্তব্য করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com