ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে প্রশাসন। ওই কেন্দ্রে কিছু লোক জাল ভোট দেওয়ার চেষ্টা করে ও কিছু ব্যালট ছিড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫জনকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশের সদস্যরা।
ঘটনাস্থলে কোন প্রার্থীর সমর্থকরা ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।
তবে ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি প্রশাসন।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।