ইউকে শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
হেডলাইন

মন খারাপ হলে মিলবে ছুটি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শরীর খারাপ হলে অফিস থেকে ছুটি কখনো মেলে কখনো মেলে না। অনেক সময় অফিসে কাজের চাপ থাকলে শরীর খারাপের কথা বলারও সুযোগ থাকে না। অসুস্থতার কারণে অফিসে যেতে না পারলে মেডিকেল সার্টিফিকেটসহ দরখাস্ত করতে হয়। এই যখন অবস্থা মন খারাপ হলে ছুটি পাওয়ার সুযোগ কোথায় পাওয়া যাবে?

সম্প্রতি চিনের একটি প্রতিষ্ঠান এই সুযোগ দিচ্ছে তাদের কর্মীদের। প্রতিষ্ঠানের নাম পাং ডং লাই। এটি একটি চেইন সুপারমার্কেট। কর্মীদের বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দশ দিনের ছুটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।

দ্য মর্নিং-এর তথ্য, কর্মীদের মানসিক স্বস্তি রক্ষার জন্য চলতি বছরের মার্চ মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। মানসিক সুস্থতা ধরে রাখতে কর্মীরা বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দশ দিনের ছুটি নিতে পারবেন।

সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডংলাই মনে করেন, কর্মীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার অধিকার আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com