ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

আফগানিস্তানে বন্যায় প্রাণ গেল ১৬ জনের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে ভয়াবহ বন্যায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাদাখশান প্রদেশে। সেখানে এক পরিবারের ১০ সদস্যদের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এছাড়া বাঘলান প্রদেশের দোশি জেলার লারখাব এলাকার ছয়জন মারা গেছেন। অনেকেই নিহতদের লাশও খুঁজে পাননি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বন্যায় শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তালেবান নেতৃত্বাধীন সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে সহায়তার আর্জি জানিয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় গত সপ্তাহে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন। বন্যায় শতাধিক আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার একর কৃষি জমি নষ্ট হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com