ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

অটোরিকশাচালকদের তাণ্ডবে মামলা, আসামি ২৫০০

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ।

মামলাগুলোতে অটোরিকশার চালক ও অগ্নিসংযোগকারীদের মধ্যে নামে ও অজ্ঞাতসহ প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি ও কাফরুল থানায় একটি মামলা করেছে পুলিশ। সবগুলো মামলার বাদী পুলিশ।
সোমবার দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা জানিয়েছেন, রোববার দিবাগত রাতে মিরপুরের পল্লবী থানায় মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলা পল্লবী থানা পুলিশ ও আরেকটি মামলা পল্লবী ট্রাফিক জোন থেকে দায়ের করা হয়।

এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলেও জানান তিনি।

এদিক সোমবার সকাল থেকে রাজধানীর রামপুর, খিলক্ষেত, মোহাম্মদপুর, খিলগাঁওয়ের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেয় অটোরিকশার চালকরা। তবে পুলিশের হস্তক্ষেপে এদিন কোনো বিশৃঙ্খলা করতে পারেনি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ