ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

অস্বস্তিকর গরমে জনজীবন অতিষ্ঠ, সিলেটে তাপমাত্রা ৩৪. ৪

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শান্তির নগরী সিলেটে বিরাজ করছে অস্থিরতা। তাপমাত্রা ক্রমেই বাড়ছে। বৃষ্টিপাত থেমে গেছে। তীব্র গরমে জনমনে নাভিশ্বাস উঠেছে। মাঝে কয়েকদিন স্বস্তির পর আবারও গরম বাড়তে শুরু করেছে। এরআগে সারাদেশে গরম থাকলেও সিলেটের চিত্র ছিল আলাদা। কিন্তু এবার সিলেটবাসী গরমে অতিষ্ঠ।

বুধবার দুপুর ১টায় সিলেটের তাপমাত্র ৩৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৬ এর উপরে থাকলেও অনুভূতির কোটা ৪২ এর ঘরে দেখা গেছে। হঠাৎ করে এমন গরমে নাজেহাল অবস্থা মানুষের। এরমধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ বলা হয়। যে কারণে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তালিকায় সিলেটও যুক্ত হয়েছে। মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সিলেটে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ