ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির দুই পা খণ্ডিত হয়েছে। আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার গৌরাঙ্গের চর গ্রামের মান্নান মিয়ার পুত্র।
মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ পুরান থানার নিকট সুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মানিক মিয়া শায়েস্তাগঞ্জ পুরান থানার নিকট সুরমা এলাকায় রেললাইনের কাছে হাটাহাটি করছিলেন এ সময় একটি অজ্ঞাত ঢাকাগামী ট্রেন তার দুই পা খন্ডিত করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।