ইউকে বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

বালাগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন করা আটকে গেল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১জন প্রার্থী প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী ছাড়া বাকি ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার মনোনয়নপত্র যাচাই বাঁচাই শেষে রিটার্নিং কর্মকর্তা শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থী শেখ নুরুল ইসলাম জিতুর মনোনয়নপত্র স্থগিত এবং বাকি সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেখ নুরুল ইসলাম জিতুর শিক্ষাগত যোগ্যতার তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুর রহমান মফুরের সমর্থক এডভোকেট মোঃ জুয়েল আহমদ এর আগে শেখ নুরুল ইসলাম জিতুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কালে অভিযোগ করেছিলেন।

মনোনয়ন বৈধ হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক (প্রদত্যাগী) চেয়ারম্যান আনহার মিয়া ও বর্তমান ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মোস্তাক উদ্দিন আহমদ, নুরে আলম, মশাহিদ আলী ও জাকারিয়া জাবের।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি ও অর্পণা রানী দেব।

উল্লেখ্য, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ