ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

বিয়ানীবাজারে ট্রাক চা পা য় মোটরসাইকেল আরোহি নি হ ত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজারে ট্রাক চাপায় শিবলু আহমদ নামে মোটরসাইকেল আরোহি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) রাত ৮টায় পৌর এলাকার শহীদ টিলা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবলু আহমেদ (৩১) উপজেলার চারখাই সাচান গ্রামের পিতা মৃত কুতুব আলী ও রহিমা বেগমের ছেলে। বর্তমান তিনি পৌর শহরের খাসা এলাকায় বসবাস করতেন এবং পৌর এলাকায় তার একটি মোবাইলে দোকান রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নতুন সিলেটকে জানান, নাম্বার বিহীন একটি বালুবাহি ট্রাক পৌর এলাকার দিকে আসছিল। মোটরসাইকেলটিও একটি দিকে চালিয়ে আসছিলেন চালক। ঘটনাস্থলে পৌছামাত্র বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিবলু আহমদ রাস্তায় পড়ে ট্রাকের পেছনের চাপায় পিষ্ট হন। ট্রাকটি তাকে অন্তত ২০ ফুট টেনে নিয়ে যায়। এতে তার ক্ষতবিক্ষত দেহ ৩ টুকরো হয়ে যায়। তাৎক্ষনিক লোকজন এগিয়ে আসলে চালক পালিয়ে যায়।

তিনি বলেন, নিহতের নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের জন্য নিয়ে গেছেন। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ