ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, রেল যোগাযোগ বন্ধ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে আর ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টিও হয়।

সরেজমিনে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছ-বাঁশ উপড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বেশ কয়েকটি দোকান ঘরের ছাউনি উড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সোলেমান মিয়া, নাসির মিয়াসহ অনেকে তাদের দোকানের ভেজা মালামাল সরিয়ে নিচ্ছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, কালবৈশাখী ঝড়ের আগে শিলা বৃষ্টি হয়। আবার কিছুক্ষণ পর শুরু হয় তুফান।

শ্রীমঙ্গল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল মো. জাহাঙ্গীর আলম সোহাগ জানান, পূর্বাশা এলাকায় বিশাল আকৃতির গাছ বিদ্যুৎ লাইনে উপড়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান বলেন, ‘ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের খুঁটি ভেঙে পড়েছে। অনেক স্থানে তার ছিঁড়ে গেছে। এসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ চলছে।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহযোগিতা করা হবে।’

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সন্ধ্যায় বলেন, ‘রবিবার বিকাল ৪টা ৪০ মিনিট থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনের ওপর উপড়ে পড়া গাছ না সরানো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ