ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

সি‌লে‌টে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সি‌লে‌ট নগরের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে আবু হা‌নিফ মিয়া (৩৪) না‌মে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। হা‌নিফ হ‌বিগঞ্জ জেলার লাখাই উপ‌জেলার শিবপু‌রের করম আলীর ছে‌লে। ‌তি‌নি পেশায় রিকশাচালক। আজ রোববার (২১ এ‌প্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) ইয়ার‌দৌস হাসান।

তি‌নি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে আবু হা‌নিফ না‌মের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মর‌দেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে র‌য়ে‌ছে ব‌লেও তি‌নি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ