ইউকে বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

পরিবেশ খাতেও বাড়ল সুদ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :স্মার্ট সুদ হার পদ্ধতিতে সুদের হার বৃদ্ধির ফলে পরিবেশ খাতেও সুদের হার বৃদ্ধির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী সাপোর্ট সেফটি রেট্রোফিট অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস প্রোগ্রাম (এসআরইইউপি) এর অধীনে প্রাক-অর্থায়ন সুবিধার সুদের হার ৫ শতাংশ থেকে ৭ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এসআরইইউপি এর অধীনে এই বাড়তি সুদের হার গ্রাহক এবং ঋণ বিতরণের জন্য চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্যায়ে ভিন্ন ভিন্ন হারে সুদ কার্যকর হবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রকল্পের অধীনে অন-লেন্ডিং লোনের (ওএলএল) জন্য ঋণ বিতরণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ গ্রাহক পর্যায়ে বার্ষিক সাড়ে ৪ শতাংশ এবং এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আড়াই শতাংশ মার্জিন হিসাবে পরিশোধ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগে আসলে আগে পাবেন এমন শর্তের ভিত্তিতে বিনিয়োগ বা ঋণ মঞ্জুর করা হবে। পূর্বোক্ত প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com