ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এক বছর আগে ইউরোপের দেশ নেদারল্যান্ডস, ফ্রান্স ও জার্মানি মাতিয়ে আসে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। দেশ ও দেশের বাইরে তাদের গানের ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এ বছর আবারও ইউরোপ ট্যুরে যাচ্ছে দলটি। এ ছাড়া এপ্রিল মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট করবে তরুণদের পছন্দের এই ব্যান্ড।
ঈদের পর অ্যাশেজের ব্যস্ততা ও ইউরোপ সফর নিয়ে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান কালবেলাকে বলেন, ‘বাংলা গান নিয়ে বিশ্বের বুকে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই আনন্দের ও গর্বের। সেই গর্বের স্থান থেকে আমরা এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি। পেয়েছি অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের প্রধান শক্তি। এই শক্তি নিয়েই আমরা বিশ্বের বুকে বাংলা গান ছড়িয়ে দিতে চাই। আমাদের যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।’
মে মাসে অ্যাশেজে নেদারল্যান্ডস সফরে যাবে। এই সফরে ইউরোপের আরও একটি দেশে তাদের কনসার্ট করার কথা রয়েছে। এ বিষয়ে ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয় কালবেলাকে বলেন, ‘ঈদের পর আমাদের কনসার্টের ব্যাপক ব্যস্ততা রয়েছে। এপ্রিল মাসের ব্যস্ততা শেষে আমরা মে মাসে ইউরোপের উদ্দেশে রওনা দেব। তার আগে ভারতে আরেকটি কনসার্ট রয়েছে। এরপর আমরা ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আমস্টারডামে কনসার্ট করব। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে আরও বেশকিছু কনসার্টের কথা চলছে। আশা করি এবারের ইউরোপ সফরটিও স্মরণীয় হয়ে থাকবে।’
২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছাড়পোকা। অ্যাশেজের প্রধান ভোকাল জুনায়েদ ইভান, অন্য সদস্যরা হলেন তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।