
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন গান উপহার দেন তিনি। ১২ জানুয়ারি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘কান্ট গেট এনাফ’। গানটি ইউটিউবে এরই মধ্যে ট্রেন্ডিংয়ে আছে।
এরপর ওটিটিতে ১৬ ফেব্রুয়ারি ‘দিস ইজ মি. নাউ : এ লাভ’ শিরোনামে মুক্তি পায় তার একটি মিউজিক্যাল ফিল্ম। তবে এর কোনোটাই দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি, যা নিয়ে হলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়। দেওয়া হয় ফ্লপ তারকার তকমাও। এবার আবারও খারাপ সংবাদ পেলেন এই নায়িকা।
লাতিন আমেরিকার তার সাতটি কনসার্ট এরই মধ্যে বাতিল হয়েছে। যার কারণ ধরা হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি না হাওয়া। লাইভ ন্যাশন এন্টারটেইনমেন্টের বরাতে এমন সংবাদ প্রকাশ করা হয়।
তবে বর্তমানে জেনিফারের হাতে আরও বেশকিছু কনসার্ট রয়েছে। তার মধ্যে শুধু জুলাইতে আমেরিকার টেক্সাসে চারটি কনসার্ট করবেন এই পপ গায়িকা।