
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বান্দরবানে একের পর এক ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। দিনদুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় বিপুল অংকের টাকার পাশাপাশি অপহৃত হন রুমা উপজেলায় সোনালি ব্যাংকের শাখা ম্যানেজার নিজাম উদ্দিন।
অপহৃত এই ম্যানেজারকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের ধরতে রুমায় তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। কিন্তু ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিজাম উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
এদিকে অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন, তার সাথে কথা হয়েছে।’
এদিকে নিরাপত্তার স্বার্থে বান্দরবানে তিন উপজেলার সোনালী ব্যাংকের সব কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বান্দরবানে বৃহস্পতিবারও সোনালী ব্যাংকের সাতটি শাখার মধ্যে তিনটি শাখা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
শাখাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি। এসব শাখার গ্রাহকরা অন্য শাখা থেকে লেনদেন করতে পারবেন। পরপর দু’দিন অস্ত্রধারীদের হামলার পর বুধবার (৩ এপ্রিল) সোনালী ব্যাংকের বান্দরবান সদর শাখা ছাড়া অন্যগুলো বন্ধ ছিল।
গত ২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার ১২টার দিকে থানচি বাজারে সোনালি ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায়।