ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বোলিংয়ে জ্যোতিরা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ওয়ানডেতে লজ্জাজনকভাবে ধবলধোলাই হওয়ার পর টানা দুই হারে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজও খুইয়ে বসে আছে বাংলাদেশ নারী দল। এখন চাওয়া হোয়াইটওয়াশ এড়ানো। সেই মিশনে টস হেরে প্রথম বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হারানো নিগার সুলতানাদের এবার পালা হোয়াইটওয়াশ এড়ানোর।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচে একশর নিচে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগার নারীরা। এরপরের ম্যাচে ৫৮ রানে হেরেছে নিগার সুলতানারা। যদিও দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে সকলের নজরে এসেছিলেন ফারিহা তৃষ্ণা। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের নারীরা।

এদিকে শেষ ম্যাচ জিতে অন্তত লজ্জার হাত থেকে বাচতে চাইবে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করে ঘুরে দাঁড়াতে হবে তাদের।

শুরুটা অবশ্য সে হিসেবে খারাপ হয়নি জ্যোতিদের। নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে চার উইকেট হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com