ইউকে বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
হেডলাইন

ভিন্ন ধরনের কাজ করলেন শফিক তুহিন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন গীতিকার ও সুরকার হিসেবেও বেশ প্রশংসার দাবিদার। ২০০৪ সালের জেমস ও হাসানের দ্বৈত অ্যালবাম ‘সারেগামা’র সবগুলো গানই লিখেছিলেন তুহিন। এরপর আরও অনেক মাইলফলক কাজ করলেও এবার একেবারে ভিন্ন ধরনের কাজ করলেন এই গায়ক।

বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত এবং নজরুল সংগীতের দেশবরেণ্য কিংবদন্তি শিল্পীদের নিয়ে একটি মৌলিক গানের আয়োজন থাকছে। ‘তারায় তারায়’ শিরোনামে এ অনুষ্ঠানে প্রত্যেকটি শিল্পী একটি করে নতুন গান গেয়েছেন। এই গানগুলোর কথা ও সুর করেছেন শফিক তুহিন।

শফিক তুহিনের কথায় রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়েছেন ‘বাঁচতে শিখি চল’ ফাতেমাতুজ জোহরা ‘রঙিন চিঠি’, খাইরুল আনাম শাকিল ‘মেঘ ছুঁয়ে জল’, অদিতি মহসিন ‘মন পলাতক’, ফাহিম হোসেন চৌধুরী ‘তুমি জানবে না কোনোদিন’, এবং শেখ জসিম গেয়েছেন ‘অভিমান।’

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, এটা আমার জন্য অনেক বড় কাজ। দেশবরেণ্য কিংবদন্তিতুল্য ছয়জন শিল্পী আমার কথায় ও সুরে গাইছেন এটা অনেক বড় বিষয়। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। গানগুলোর প্রত্যেকটিতে রয়েছে বৈচিত্র্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ