
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি-বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন সীমান্তের এপারের বাংলাদেশি গ্রামের বাসিন্দারা।
স্থানীয়রা বলছেন, কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত দ্বীপে সীমান্তের ওপারে ভারী গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। এছাড়া টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলার কিছু এলাকায় গোলার ভারী শব্দ শোনা গেছে।
জানা যায়, মিয়ানমারের মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ডের সদস্যরা নাফ নদ ও সীমান্ত সড়কে টহল জোরদার করেছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির খবর শুনেছি।
তিনি বলেন, শুরু থেকে নাফ নদে আমরা রাত-দিন টহল জোরদার রেখেছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি। অনুপ্রবেশ রোধে সীমান্তে আমরা কঠোর অবস্থানে আছি।
কিছুদিন বন্ধ থাকার পর শাহপরীর দ্বীপ সীমান্তে ব্যাপক গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দ্বীপের জেটিঘাটের বাসিন্দা নাছির উদ্দিন। তিনি বলেন, সেহরির পর থেকে মিয়ানমারের ওপার থেকে খুব বিকট শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে আবার এ সীমান্তে গোলার শব্দ পাওয়া যাচ্ছে। এমনকি এ গোলার শব্দ সেন্টমার্টিনেও পাওয়া যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, “সেন্টমার্টিন সীমান্তের ওপারে ভোর থেকে গোলার শব্দ পাওয়া যাচ্ছে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা ব্যবসায়ী মো. এনাম উল্লাহ বলেন, মিয়ানমারের গোলার শব্দে দ্বীপের সীমান্ত এলাকা কাঁপছে। আধাঘণ্টা পরপর ওপারের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আজকের গোলাগুলির শব্দ শাহপরীর দ্বীপ বাজারে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এতে সীমান্তে বসবাসকারী শিশু-নারীরা ভয়ভীতির মধ্যে আছেন।
সেন্টমার্টিন দ্বীপের একটি আবাসিক হোটেলের পরিচালক মো. ইসহাক বলেন, “সকাল থেকে ভারী মর্টারশেল ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে দ্বীপে। কিছুক্ষণ পরপর এ শব্দ শুনতে পাচ্ছি আমরা।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “সীমান্তে ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলার শব্দ পাওয়া যাচ্ছে। অন্যদিনের তুলনায় আজ গোলার শব্দ বিকট।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সতর্ক অবস্থানে রয়েছি।