ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

433923794 1131091028082016 6021518901176026910 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামী সাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। আসামি রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে শাফি আহমেদ (২৫) উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো, জুয়েল, রিহাত, সাফি, রিমন, জাকির, লাদেন, সাজু, সাজ্জাত, রাতুল ও মওদুদ। নিহত তাহসিনের মা” মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ