ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

শাবিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

432369605 1455844468475864 579712324987574320 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ শেষে দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা ও বাংলাদেশে উচ্চশিক্ষার বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপাচার্য বলেন, আজকের এই দিনে বাঙালি জাতির মুক্তির দিশারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার কাছে চিরঋণী। কারণ আজকের বাংলাদেশ যে অবস্থায় আছে তা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কারণে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হলে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। এসময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানান উপাচার্য। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন আলোচনা করেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া।

এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১১ টায় ক্যাম্পাসের ডি বিল্ডিংয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ