
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যায়নরত বৃহত্তর ফরিদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিভিল এবং এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের মাহমুদা রিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাবেক সভাপতি তানভির আহমেদ এবং সম্পাদকনাহিদ হাসান।
কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আর কে রাকিব আহমেদ এবং ঋত্বিক মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক-রোহান,মুরাদ হোসাইন,এস এম রাকিবুল ইসলাম, অর্থ-সম্পাদক- সাজ্জাদ হোসাইন,সহ-অর্থ সম্পাদক -উদয়,সাংগঠনিক সম্পাদক-মোঃ কিরন হাওলাদার,সহ-সাংগঠনিক সম্পাদক-আশিক ,সাংস্কৃতিক সম্পাদক- লিথি,সহ-সাংস্কৃতিক সম্পাদক-অর্ক ,খাদ্য ব্যবস্থাপনা সম্পাদক-রিয়ান,সহ-খাদ্য ব্যবস্থাপনা সম্পাদক-ফয়সাল এবং আফ্ফান,ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক-দেলোয়ার এবং আদিব,সহ-ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক- সুজন,সাহিত্য সম্পাদক-অনন্যা সহ-সাহিত্য সম্পাদক- আসিক,জন যোগাযোগ সম্পাদক-সাফা ,সহ-জন যোগাযোগ সম্পাদক-নাদিম এবং হাশেম,প্রচার সম্পাদক- নুপুর সহ-প্রচার সম্পাদক-পুজা ,অফিস সম্পাদক-সারা, সহ-অফিস সম্পাদক হাশেম,আইটি ডিজাইন সম্পাদক- আরিফ,সহ-আইটি ডিজাইন সম্পাদক-নিলয়,ক্রীড়া সম্পাদক-আমিন,সহ-ক্রীড়া সম্পাদক-তৌকির।