
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : কুমিল্লায় নামাজরত অবস্থায় মোতালেব হোসেন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে ক্যান্টনমেন্ট এলাকার নিশ্চিন্তপুর মৈশান বাড়ির জামে মসজিদে জোহরের নামাজের সময় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মোতালেব হোসেন নিশ্চিন্তপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা সাজ্জাদ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদ আকবর বলেন, এদিন দিন দুপুরে জোহরের নামাজ আদায় করতে গ্রামের মৈশান বাড়ির জামে মসজিদে যান মোতালেব হোসেন। এ সময় সুন্নত চার রাকাত পড়ে জামাতে ফরজ চার রাকাত আদায় করতে দাঁড়ান। এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত চলাকালীন সময়ে তিনি মসজিদের ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষ করে তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় মৈশান বাড়ির জামে মসজিদের মাঠে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।