ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিশ্বনাথে একই দিনে দুই ভাইয়ের মৃ ত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিশ্বনাথে একই দিনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪মার্চ) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর ৬ ঘন্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত দুজন হলেন- পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত হবিব উল্ল্যার ছেলে আব্দুর রূপ (৭০) ও আব্দুর রহমান(৬০)। তারা দুজনেই দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তারা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মারা যান আব্দুর রহমান(৬০)। তার মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে রাত ২টার দিকে মারা যান বড় ভাই আব্দুর রূপ(৭০)।

এদিকে একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৫মার্চ) বাদ জুম্মা বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমদের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ