ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সাইফ পুত্রের পর আমির পুত্রের সঙ্গে শ্রীদেবী কন্যার রোমান্স!

jhanvi risingbd 2403140900 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জানভি ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জানভি।

Google news
দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন খুশি কাপুর। এরই মধ্যে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে জুটি অভিনয় করছেন। এবার আমির খানের পুত্র জুনায়েদ খানের সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, ২০২২ সালে প্রদীপ তামিল ভাষায় নির্মাণ করেন ‘লাভ টুডে’। এ সিনেমার হিন্দি রিমেক হতে যাচ্ছে। হিন্দি ভার্সনে জুটি বেঁধে রোমান্স করবেন খুশি কাপুর ও জুনায়েদ খান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খুশি বর্তমানে ‘নাদানিয়া’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এ সিনেমায়ও খুশির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ইব্রাহিমকে। করন জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন শাওনা গৌতম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ