
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টনি তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত টনি উপজেলার মাছিমপুর গ্রামের পল্লী চিকিৎসক শৈলেন্দ্র তালুকদার ঝন্টুর কনিষ্ঠ পুত্র।
আজ বুধবার (১৩ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন একসময় বসত বাড়ীর আমগাছের ডালের সাথে গরু বাঁধের রশ্মি দিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মধ্যনগর থানার ওসি মোঃ এমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।