ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

রমজানে ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রমজান মাসে ব্যাংক লেনদেন সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এর আগে এ নিয়ে গত মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে। এতদিনে অর্থাৎ রমজানের আগে ব্যাংক লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত, আর ব্যাংক খোলা ছিল বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রমজান মাস উপলক্ষে রোজায় সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। অর্থাৎ দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতিতেও স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ