ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

‘শাবিপ্রবির বরাদ্দ ব্যতীত ইফতার মাহফিল আয়োজন করা যাবে’

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (১২ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন উপাচার্য।

ইফতার আয়োজনের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে ছোট পরিসরে যেকেউ ইফতার মাহফিলের আয়োজন করতে পারবে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করা যাবে না। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ব্যবস্থাপনায় এবং নিজেদের খরচে ছোট পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পারবেন। এক্ষেত্রে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা কিংবা আর্থিক সহযোগিতা থাকবে না।

এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো। এতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ