ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

রমজানে শাবিপ্রবিতে ইফতার পার্টি নিষিদ্ধ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসছে পবিত্র মাহে রমজানে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজনের নিষেধাজ্ঞা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ আদেশ জারি করা হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাড়া ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ