
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। দীর্ঘ ২০ বছর বিয়ানীবাজারের তিন ইউনিট ছাত্রলীগের কমিটির অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার ছাত্রলীগের তিন ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের জুয়েল আহমদকে সভাপতি ও জাহিদুল হক তাহমিদ কে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগ, বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রলীগ নেতা কামরুল ইসলামকে সভাপতি ও রাসেল রহমান রুমিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সরকারি কলেজ ছাত্রলীগ এবং বিয়ানীবাজার পৌরসভা ছাত্রলীগের আশরাফুল আলম সাকেলকে সভাপতি এবং রেদওয়ান আহমদকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের পৃথক পেডে বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে স্বাক্ষর করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কমিটি ঘোষণা হওয়ার পর উপজেলা সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে নতুন কমিটি উদযাপন করেন নেতাকর্মীরা।