
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়।
৭ই মার্চ উদযাপন উপলক্ষে কোম্পানীর গ্যাস ভবন চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পণের পর কোম্পানির মেন্দিবাগস্থ গ্যাস ভবনরে নীচ তলায় স্থাপতি বঙ্গবন্ধুর ম্যুরাল-এ পুষ্পস্তক অর্পণ করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।
এসময় কোম্পানির সকল মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ)-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া, ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কোম্পানির গ্যাস ভবন চত্বরে সারাদিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।