
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পশ্চিমবঙ্গের কলকাতার পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর পানির নিচে দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ মার্চ) গঙ্গার টানেলে নির্মিত এ ট্রেন উদ্বোধনের পর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিমন্ত্রিত ছিলেন। তবে তিনি উপস্থিত ছিলেন না। গঙ্গার মেট্রোরেল ছাড়াও কলকাতায় আরও দুটি রুটের সম্প্রসারিত অংশের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, উদ্বোধন হলেও মেট্রোরেলের পরিষেবা পুরোপুরি চালু হতে আরও কয়েক দিন সময় লাগবে। তখন ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই ইস্ট-ওয়েস্ট করিডোর থেকে হাওড়া ময়দানে পৌঁছা যাবে।
এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা নদীর পানি থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। ওই জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল।
ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম ১৯৮৪ সালের ২৪ অক্টোবর মেট্রোরেল চালু হয়েছিল। সেই মহানগরীর মুকুটেই আবার চল্লিশ বছর পর যুক্ত হলো নতুন পালক। এতে রয়েছে চারটি স্টেশন—হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড স্টেশন। সব মিলিয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ পথ। গঙ্গার নিচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড।
গত বছরের মাঝামাঝি সময়ে এই মেট্রো পথে সফল মহড়া হয়েছে। গত বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধনও হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গঙ্গা নদীর ১৩ মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গেছে মেট্রোর সুড়ঙ্গ দুটি। এতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখা হয়েছে। পানি স্তরের ৩৫ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।