ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

‘ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত’

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আসন্ন রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেননি। এ বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন মেদভেদেভ।

নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর) পরামর্শেই এ কাজ করেছে।’

এরপর মেদভেদেভ বলেন, ‘এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে, তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।’

মেদভেদেভ ইইউ কূটনীতিকদের ‘রাজনৈতিক মূর্খ’ বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘তারা জানেই না, তাদের কাজ কী।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ