
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর জায়গায় অপেক্ষমান তালিকা থেকে ৭ দিনের মধ্যে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৬ মার্চ) এ নির্দেশ দেন হাইকোর্ট।
এর আগে ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর—মাউশি। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা না মানায় এই নির্দেশ দেয়া হয়েছিলো।
এরপর সোমবার (৪ মার্চ) ভর্তি বাতিল করা হয় জানিয়ে মাউশিতে চিঠি পাঠান ভিকারুননিসার অধ্যক্ষ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মাউশি মহাপরিচালকের নির্দেশনাসংবলিত ওই চিঠি দাখিল করা হয়। ওইদিন শুনানি নিয়ে হাইকোর্ট মাউশির ওই সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে হলফনামা আকারে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে আজ ( ৬ মার্চ) আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
মাউশির নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান ভিকারুননিসার অধ্যক্ষের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, এ সংক্রান্ত তথ্যাদি যুক্ত করে অধ্যক্ষের পক্ষে হলফনামা আকারে কমপ্লায়েন্স (বাস্তবায়ন) প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বুধবারই কমপ্লায়েন্স প্রতিবেদনটি আদালতে দাখিল করা হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী শিক্ষার্থী প্রথম শ্রেণিতে ভর্তিযোগ্য। চারটি শাখা মিলিয়ে ২০১৫ সালে জন্মতারিখ এমন ১০ জন ও ২০১৬ সালে জন্ম ১৫৯ জন এবং ২০১৮ সালে জন্ম তারিখ এমন ৫ জনকে ভর্তি করা হয়।