ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জৈন্তাপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় নি-হ-ত বেড়ে ৩

image 263897 1709707096 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পাভেল আহমদ নামে আহত আরেক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাভেল উপজেলার মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে।

এর আগে এ দুর্ঘটনায় মারা যান মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি এলাকার খট খাশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে ডিআই পিকআপের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নলজুরীগামী পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে ফয়ছল রেজাকে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় পাভেল আহমদেরও মৃত্যু হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২ মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ