ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রাফিক সচেতনতা কার্যক্রম

Screenshot 20240304 164022 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :: ট্রাফিক আইন মানবো-নিরাপদ সিলেট গড়বো এই প্রতিপাদকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে কাল মঙ্গলবার (৫ মার্চ) থেকে সিলেট নগরীতে শুরু হচ্ছে বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নগরীর চৌহাট্রা পয়েন্টে বিশেষ ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান,পিপিএম। এ সময় এসএমপি’র ঊর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, নগরীর যানজট সহনীয় রাখতে ও ট্রাফিক আইন মানতে জনসাধারণকে সচেতন করতে মূলত এই তিন দিনের জন্য ট্রাফিক সচেতনামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রথমদিন নগরীর চৌহাট্টা,বন্দরবাজার ও হুমায়ুন রশিদ স্কায়ারে এই কার্যক্রম পরিচালনা করা হবে ও বাকি দুই দিন নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্হানে এই কার্যক্রম পরিচালনা করা হবে।এসময় যাদের গাড়ির কাগজপত্র ঠিক পাওয়া যাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।মোটরসাইকেল চালকদের যাদের হেলমেটে থাকবেনা তাদের জন্য তাৎক্ষণিক হেলমেট ক্রয় করার ব্যবস্হা থাকবে অন্যথায় তাদের বিরুদ্ধে প্রসিকিউসনের ব্যবস্হা গ্রহণ করা হবে।

এছাড়া ট্রাফিক আইন মানতে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরন করা হবে।এসময় তিনি এই কার্যক্রম সফলতার সহিত পরিচালনার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ