ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নগরীর জেলরোড রাস্তায় পড়ে কাতার প্রবাসীর মৃ ত্যু 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নগরীর জেলরোড এলাকায় হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে বাদশা আহম্মদ (৪৭) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর দক্ষিন সুরমার খোজারখলা এলাকার মৃত মছব্বির আলীর ছেলে। সম্প্রতি কাতার থেকে ফিরেছেন তিনি।

রোববার সকাল ১১টার দিকে নগরীর জেলরোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেল রোড এলাকায় আক্তার খিচুরী এন্ড চা স্টলের সামনে বাদশা পানি খেয়ে যাওয়ার সময় হাঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ