ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফিলিস্তিনের গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরাইলের একের পর এক বিমান হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অসংখ্য।
শনিবার (২ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা জাানায়, দেইর আল-বালাহ এবং জাবালিয়ায় তিনটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এই ভবন তিনটিতে অন্তত ৭০ জন স্থানান্তরিত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, বৃহস্পতিবার ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় আহত ব্যক্তিদের অনেকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
আল-আওদা হাসপাতালের পরিচালক দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফিলিস্তিনিদের ৮০ শতাংশই গুলির আঘাতে জখম হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার গাজায় ত্রাণের গাড়িবহরের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইল। সেখানে শতাধিক নিহত হন।
ইসরাইল দাবি করে, তাদের গুলিতে এতো মানুষ নিহত হননি। তাদের সেনাসদস্যদের দিকে কয়েকজন ফিলিস্তিনি বিপজ্জনকভাবে এগিয়ে এলে তাদের ওপর গুলি চালানো হয়।