ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলে রাস্তা বেহাল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারী যানবাহন (ড্রাম ট্রাক ও ট্রলি) চলাচলের কারণে মনোহরদীর তারাকান্দী মোড় থেকে বারিষাব ব্রীজ পর্যন্ত রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, রাস্তাটি দিয়ে প্রভাবশালী মহলের বেপরোয়া নদীর মাটি ও বালি পরিবহন চলছে অহরহ। এ বিষয়ে কোন আইনী পদক্ষেপ নেই।

মনোহরদীর লেবুতলা ইউনিয়নের তারাকান্দী মোড় থেকে কাপাসিয়ার বারিষাব ব্রীজ পর্যন্ত রাস্তাটি নিয়ে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।

রাস্তাটি দিয়ে দিনরাত ভারী মালামাল পরিবহন অব্যহত রয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে সড়কের পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ রাস্তায় দিনরাত নদীর বালি ও মাটি পরিবহনে ভারী ট্রলি ও ড্রামট্রাক চলাচল করছে। এসব রাস্তায় ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলে অনুমতি নেই বলে এলজিইডির একটি সূত্র জানিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বারিষাব ব্রীজের পূর্ব প্রান্তের গোঁড়ায় ব্রম্মপুত্র নদের পাড়ে বিশাল একটি বালির ঢিবি রয়েছে। সেটি থেকে ও এর বিপরীতের আরও একটি স্থান থেকে ট্রলি ও ড্রাম ট্রাকে বালি ও নদীর মাটি উত্তোলন ও পরিবহন হচ্ছে। ব্রীজের গোঁড়া দিয়ে ভারী যানবাহন উঠানামার ফলে সেখানকার ১৪ ফুট প্রশস্তের রাস্তাটি দু’পাশ থেকে ভাঙতে ভাঙতে মাত্র ২ফুট প্রস্থে এসে ঠেকেছে।

মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এ প্রসঙ্গে জানান, রাস্তাটি সংস্কারে আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ