ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

দুই দিন পর শেরে বাংলায় বিপিএল আজ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট সংগ্রহে সবার ওপরে ছিল এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স আর শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে পূণ্যভুমি সিলেটে গিয়ে চালচিত্র পাল্টেছে বিপিএলের। পিছন থেকে উঠে এসেছে নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান ও বাবর আজমের রংপুর রাইডার্স। সিলেটপর্ব শেষে আবার রাজধানী ঢাকায় ফিরে এসেছে বিপিএল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেরে বাংলায় যথারীতি বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে সোহানের রংপুর রাইডার্স।

আর সন্ধ্যা সাড়ে ৬টায় শুভগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঢাকার এ পর্ব।

প্রথম পর্ব ছিল তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে। সূর্যের দেখা মেলেনি তেমন। হোম অফ ক্রিকেটের উইকেট তত ভালো ছিল না। যে কারণে দিনের আলোয় হওয়া প্রায় প্রতিটি ম্যাচই ছিল লো স্কোরিং।

তবে সন্ধ্যার পরে মাঠ, পিচ ও বল শিশিরে ভিজে গেলে বল উইকেটে স্কিড করেছে। বল তুলনামুলক দ্রুত ব্যাটে এসেছে। তাই রাতের ম্যাচগুলোয় ব্যাটাররা স্বচ্ছন্দে খেলতে পেরেছেন। রানও উঠেছে। গড়পড়তা ১৭০ এর মত রান উঠেছে। ১৮০+ স্কোর নিয়েও শেষ রক্ষা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ