
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর মাত্র দুদিন আগে বিরাট কোহলির ছুটিতে যাওয়া নিয়ে চলছিল নানান কল্পনা আর আলোচনা। এবার বিরাটের ছুটির কারণ জানালেন তার ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনা অনুষ্ঠানে জানালেন, কোহলি ও আনুশকা শর্মা দম্পতির ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান।
কোহলি আর আনুশকার পারিবারিক বন্ধু এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, ‘আমি যতটুকু জানি, ও ভালো আছে। পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছে ও। এই কারণেই (ইংল্যান্ডের বিপক্ষে) প্রথম দুই টেস্ট খেলতে পারছে না। আর কোনো কিছু আমি নিশ্চিত করতে পারব না। ওর ফেরার অপেক্ষায় তর সইছে না আমার। ও ঠিক আছে, ভালো আছে।
এরপরে ব্যাপারটা আরও খোলোসা করে আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান বলেন, ‘হ্যাঁ, তার দ্বিতীয় সন্তান আসছে। এখন সময়টা পরিবারের এবং এটা তার কাছে গুরুত্বপূর্ণ। যদি নিজের প্রতি সত্য ও নিখাদ না থাকা যায়, তাহলে দিশা হারিয়ে ফেলতে হয় যে, কেন আমি এখান এসেছি, এই দুনিয়াতে কী করছি, উদ্দেশ্য কী… আমার মনে হয়, বেশির ভাগ লোকের অভিপ্রায়ই হলো পরিবার। ভিরাটকে তাই এটার জন্য দায় দেওয়া যায় না। অবশ্যই আমরা তার অভাব অনুভব করছি, তবে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে হয় ভারতের দুই আঙিনার দুই তারকা কোহলি ও আনুশকার। ২০২১ সালের ১১ জানুয়ারি আসে তাদের প্রথম সন্তান ভামিকা।