ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক

image 769660 1706774505 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান আমান পেরদানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাংয়ের শিল্প এলাকা বেষ্টিত পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান আমান পেরদানার একটি অ্যাপার্টমেন্টে এ অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আটককৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার তথ্য পাওয়া গেছে। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সি আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ